ABOUT US

আমি সঞ্জীব দে।
আমার বাড়ি অশোকনগরে।পেশায় তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করি, কিন্তু আত্মা পড়ে থাকে সাহিত্যের পাতায়—গল্প, কবিতা আর কল্পনার গভীর জগতে।

বর্তমানে বাংলা চলচ্চিত্রের জন্য গল্প লিখছি। সিনেমা আমার কাছে শুধু বিনোদন নয়—এটা একটা মাধ্যম, যার মাধ্যমে সমাজের নানা রূপ দেখানো যায়, প্রশ্ন তোলা যায়,আর মানুষকে ভাবতে শেখানোযায়৷

ভাবনা

গল্প আর কবিতা—যা আমার স্রোতের আসল উৎস।এ দুটোই আমার অন্তরে, যেগুলো দিয়ে আমি পৃথিবীর বাস্তব দিকটিকে,প্রতিবাদের ভঙ্গিতে ব্যক্ত করতে চাই।পৃথিবী এত সুন্দর—প্রকৃতি আমার কাছে ভগবান;কিন্তু আজকের দিনে গাছপালা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সুরক্ষা হারিয়ে যাচ্ছে, পৃথিবীতে অক্সিজেন কমে আসছে। আমার কলম খোঁজে সেই গল্পগুলো, যেখানে স্বপ্ন আর বাস্তবের তাল মিলিয়ে উঠে|

লক্ষ্য

আমার একটাই লক্ষ্য —আমার লেখার মাধ্যমে জাতি,ধর্ম, শ্রেণির বাইরে গিয়ে মানুষ মানুষকে চিনিয়ে দেওয়া —এমন এক সমাজ গড়তে হবে যেখানে কলমের শক্তিতে শিল্প সমাজের বিবেক হয়,আর প্রকৃতির প্রতি ভালোবাসা ফিরে আসে।আমার স্বপ্ন;কলমের শক্তিতে একদিন বদলে যাবে এই দুনিয়া।যেখানে মানুষ আবার প্রকৃতিকে ভালোবাসবে|
সঞ্জীব দে

AUTHER SANJIB DEY