Sanjib Dey
ভূত দাদু সঞ্জীব দে আমরা দেখি বাংলাদেশে একটা বিশাল জমিদার বাড়ি। সেই বাড়িথেকে একটা ছেলে তার বৌ বাচ্চা কে নিয়ে উর্দ্ধশ্বাসে দৌড়াতে দৌড়াতে ভারতের দিকে পালাচ্ছে।মুখে ভয়ের ছাপ ,চোখে জল নিয়ে বাসে ওঠে বাস থামে বডার সংলগ্ন এলাকায় হরেন্দ্র কৃষ্ণ কাটা তারের ফাকাদিয়ে বউ ছেলেকে ওপারে পাঠাতেই হরেন্দ্র কৃষ্ণের বউ ,রেখা বলে আমার মেয়ে কোথায়।তারাহুরায় ভুলে গেছে হরেন্দ্র কৃষ্ণ বলে আমার মে কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে আমি আমার মে কে নিয়ে আসি এই বলে সে আর কাটা তারের বেড়া পেরলো না জমিদার বাড়ির দিকে এগোয় মেয়েকে নিয়ে আসবে বলে চলে যায় ।ফ্ল্যাশ ব্যাক আমরা দেখি ১বছর আগে এক জমিদার যার নাম নরেন্দ্র কৃষ্ণ দেব ,তার ছেলে হরেন্দ্র কৃষ্ণ কে বলছে আমার বয়স হয়েছে বাবা এবার তুই এই জমিদারি সামলা। আমার এখন মনে থাকে না সব কিছু।জমি গুলি তো রক্ষা করতে হবে।কথোপকথন এর মাঝে একটা ছোট ছেলে , দাদু দাদু করতে করতে আসে। আর পিছন দিয়ে বাচ্চা টির মা বলে,আর
সঞ্জীব দে
5/8/20241 min read
